সুধী, আপনাদের সকলের অবগতির জন্য যানানো যাইতেছে যে, আরএন আইটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এন্ড আইসিটি কোচিং সেন্টারে টেস্ট পরীক্ষা পরবর্তী আইসিটি ফাইনাল প্রোগ্রাম ও তিন মাসের স্পেশাল জিরো টু হিরো প্রোগ্রাম ব্যাচে ভর্তি চলছে। বাছাই পরীক্ষা: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ইং রোজ সোমবার
সকাল ১০টা। আমাদের বৈশিষ্ট সমূহঃ
💻সুন্দর, নিরিবিলি, মনোরম পরিচ্ছন্ন পরিবেশে কলেজ শিক্ষক দ্বারা পরিচালিত।
💻কম্পিউটারে শতভাগ প্র্যাকটিক্যাল ক্লাস এর নিশ্চয়তা প্রদান।
💻Multimedia Projector (বড় পর্দা) এর মাধ্যমে ক্লাস গ্রহণ।
💻কোচিং এ প্রতি ব্যাচে ২০ জনের বেশি শক্ষার্থী নেওয়া হয় না।
💻সাপ্তাহিক ক্লাস টেষ্ট ও কুইজ টেষ্ট গ্রহন।
💻নিখুঁতভাবে মেইন বই দাগানো, ছন্দ, কবিতা ও টেকনিক প্রদান।
💻অভিযোগ বক্সে স্বাধিন ভাবে মতামত প্রকাশ এর অধিকার।
💻অপেক্ষাকৃত দূর্বল শিক্ষার্থীদের জন্য এক্সট্রা ক্লাসের ব্যবস্থা।
💻শতভাগ পাশের নিশ্চয়তা ও অধ্যায় ভিত্তিক শীট প্রদান।
💻প্রতি সপ্তাহে ১০০ 100 MCQ Review পরীক্ষা।
💻সিলেবাস শেষেঃ ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেষ্ট গ্রহন।
আইসিটি শিক্ষকঃ কাজী রিয়াজুল হক
ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স (সরঃ), বি.এস.সি ইন সি.এস.ই, প্রাক্তন লেকচারার (কম্পিউটার বিভাগ), ইনফ্রা পলিটেকনিক ইনিস্টিটিউট, বরিশাল।
যোগাযোগঃ আরএন আইটি, ডিগ্রী কলেজ রোড, মহেশপুর, ঝিনাইদহ। মোবাঃ ০১৯৩২-৬২৪৬৩৮, ০১৭৬৪-৮৭৫৮০৩। “মেধা থাকলে গড়ে দেবো, না থাকলে গড়ে নেবো” – আরএন আইটি