আমি তথ্য ও যোগাযোগ এযুক্তি বিষয়ে সহায়ত প্রদানের উদ্দেশ্যে আর এন আইটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম।এখানে শ্রেণি-নির্দেশনার অভিজ্ঞতা অত্যন্ত ইতিবাচক ও সন্তোষজনক। অনেকে এটা ভাবতে পারে যে আমি শুধু কোচিং এর সুনাম করছি। কিন্তু না এখানে সবকিছু দক্ষতা দিয়ে বিচার করা হয়। এখানকার এশিক্ষক কাজী রিয়াজুল হক অতন্ত সময়ানুবতী ও দক্ষ। প্রতিটি ক্লাস নির্ধরিত সময়ে অনুষ্ঠিত হয় এবং পাঠ-দানের দানের পদ্ধতি সুস্পষ্ট, যুক্তিপূণ ও শিক্ষথী-বন্ধব।জটিল বিষয় সমূহ তিনি অত্যন্ত সহজভাবে উপস্থাপন করেন, যা শিক্ষার্থীদের জন্য বোধগম্য ও উপকারী হয়ে ওঠে। সামগ্রিকভাবে একজন শিক্ষাথী হিসেবে আমি এই কোচিং সেন্টারে আমার অভিজ্ঞতাকে অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করি। তাই, আমি নিঃসঙ্কোচে অন্যান্য শিক্ষাথীদেরও আরএন আইটি কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য বলছি।