About us
আর এন আই টি তে স্বাগতম ,
মহেশপুররের একমাত্র মাল্টিমিডিয়া প্রজেক্টর বিশিষ্ট আরএন আইটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এন্ড আইসিটি কোচিং সেন্টার যেখানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দক্ষ ও অভিজ্ঞ কম্পিউটার ইঞ্জিনিয়ার দ্বারা হাতে কলমে কম্পিউটার প্রশিক্ষণ এবং কলেজ শিক্ষক দ্বারা একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আইসিটি পড়ানো ও আইসিটি বিষয়ের Networking, HTML, Programming in C, Database এর শতভাগ প্র্যাকটিক্যাল করানো হয়। যা আর কথাও করানো হয় না।
এ ছাড়াও আমাদের অন্যান্ন বৈশিষ্ট নিম্মে তুলে ধরা হলো-
সুন্দর,নিরিবিলি, মনোরম পরিচ্ছন্ন পরিবেশে মাল্টিমিডিয়া প্রজেক্টর (বড় পর্দা) বিশিষ্ট ও সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত নিজস্ব ডিজিটাল কম্পিউটার ল্যাব দ্বারা প্রশিক্ষণ প্রদান ৷
প্রত্যেকের আলাদা আলাদা কম্পিউটার ব্যবহারের মাধ্যমে হাতে কলোমে অভিজ্ঞ ও দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার প্রশিক্ষণ প্রদান।
নিয়মিত ক্লাস, অনুশীলন ও পরীক্ষা।
দূর্বল ছাত্র-ছাত্রীদের স্পেশাল কেয়ার।
টাইপিং গতি বাড়ানোর প্রতি বিশেষ কেয়ার ।
পেশাগত কাজের উপর প্রশিক্ষণ প্রদান ।
শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী ক্লাস সিডিউল ।
৩ মাস ও ৬ মাস মেয়াদি কম্পিউটার কোর্স ।
বিনামূল্যে গুরুত্বপূর্ণ শীট ও ইন্টারনেটের ব্যবস্থা ।
সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত যে কোন সময় ক্লাস করার সুযোগ ।
চাকুরিজীবীদের জন্য শুক্র-শনিবার সহ সন্ধ্যাকালিন কোর্সের সুযোগ।
অভিযোগ বক্সের মাধ্যমে স্বাধীন ভাবে মতামত প্রকাশের অধিকার প্রদান ।
কম্পিউটার প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সরকারি সার্টিফিকেট প্রদান।
শতভাগ পাশের নিশ্চয়তা ও অধ্যায় ভিত্তিক শীট প্রদান ।
সাত(০৭)টি ফ্রি যাচাই ক্লাস।
কোচিং এ প্রতি ব্যাচে ২০ জনের বেশি শক্ষার্থী নেওয়া হয় না।
সাপ্তাহিক ক্লাস টেষ্ট ও কুইজ টেষ্ট গ্রহন।
নিখুঁতভাবে মেইন বই দাগানো, ছন্দ, কবিতা ও টেকনিক প্রদান।
প্রতি সপ্তাহে 100 MCQ Review পরীক্ষা।
সিলেবাস শেষেঃ ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেষ্ট গ্রহন।
পরিচালনায়ঃ কাজী রিয়াজুল হক ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স (সরকারি), বিএসসি ইন সি.এস.ই।
প্রাক্তন লেকচারার (কম্পিউটার বিভাগ) ইনফ্রা পলিটেকনিক ইনিস্টিটিউট, বরিশাল।